মোঃ রমজান আলী জেলা প্রতিনিধি
ঝিনাইহদের বলুহর মৎস্য হ্যাচারী পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
মঙ্গলবার সকালে কমিশনার হ্যাচারীতে চীন থেকে আমদানিকৃত সিলবার, বিগ-হেড ও গ্রাস-কার্পের রেণু ও ভিয়েতনাম এর পাঙ্গাশ, কালি-বাউস এবং সুবর্ণ রুই মাছ, ব্রুড মাছ, এসব কার্যক্রম দেখে সকল প্রকার দিকনির্দেশনা দেন ও প্রশংসা ব্যক্ত করেন।
এসময় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, হ্যাচারী ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ বাশার, রমজান আলী প্রমূখ।