তৈয়ব উল্লাহ সিকদার বাবু
কক্সবাজার জেলা প্রতিনিধি
দৈনিক জনকণ্ঠ’র স্টাফ রিপোর্টার ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম এরশাদ ছিনতাইকারী চক্রের কবলে পড়েছেন। ৪-৫ জনের ছিনতাইকারীর দল তাকে ঘিরে ছিনতাই করছিল।
সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে শহরের লালদীঘির পাড় জামে মসজিদের দক্ষিণ পাশ্বে রাস্তা দিয়ে সিনিয়র সাংবাদিক এইচএম এরশা হেঁটে যাচ্ছিলেন। এ অবস্থা দুই রোহিঙ্গা যুবক তাঁর মানিব্যাগ ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে বলে জানান সাংবাদিক এইচএম এরশাদ ।
এ দৃশ্য ও সিনিয়র সাংবাদিক এরশাদকে দেখে শতাধিক মানুষ জড়ো হয়ে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে এবং উত্তম-মাধ্যম দেয়। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মুনিরুল গীয়াসের নির্দেশে এসআই আবছার একদল পুলিশসহ ঘটনাস্থলে পৌছে দুই ছিনতাইকারী যথাক্রমে হাফেজ আহমদ ও মো: সাদেককে আটক করে থানায় নিয়ে যায়। ছিনতাইকারীদ্বয় নিজেদের নুনিয়াছড়ার বাসিন্দা দাবী করলেও অনেকে বলেছেন তারা রোহিঙ্গা। বর্তমানে আসামিদ্বয় থানা হেফাজতে রয়েছে।