মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি,
আজ (সোমবার) বিকাল ১৭:০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ লাইন্স হল রুমে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিআইজি_বাংলাদেশ_পুলিশ_রংপুর_রেঞ্জ_রংপুর_মোহাঃআবদুল আলীম_মাহমুদ_বিপি এম ।
উক্ত বিশেষ কল্যান সভায় ডিআইজি রংপুর রেঞ্জ উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূল প্রস্তাব আহ্বান করেন, কারো কোন প্রতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করেন এবং সকল অফিসার ও ফোর্সগনের সাথে কুশল বিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম ।
এছাড়াও বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) , জনাব মোঃ মমিনুল করিম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব আসলাম উদ্দিন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব সুজন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) ড. রুহুল আমিন সরকার ; অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), মো. আসাদজ্জামান (আসাদ) অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল),মো. খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল)মো. রওশন আলী, সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) এ.কে.এম ওহিদুন্নবী, দিনাজপুর জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ সহ বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ।