নগরকান্দায় খাদ্যগুদামের চাল কৌশলে বিক্রি ও চুরি

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা খাদ্য গুদাম থেকে কৌশলে চাল বিক্রি ও চুরি সহ খাদ্য গুদামের পাহারাদার খোরশেদ এর কৌশলে চাল নেওয়ার অভিযোগ রয়েছে। গত ২৭ আগস্ট বিকাল ৫ টার দিকে নগরকান্দা জুঙ্গুরদী খাদ্য গুদাম থেকে ৫০ কেজি চাল তার মোটরসাইকেলের পিছনে বেধে গুদাম থেকে নিয়ে যাওয়ার সময় কয়েকজন সংবাদকর্মীর নজরে পড়ে এবং তার গাড়ীর পিছনে পিছনে গিয়ে কিছু দুরে গেলে রাস্তায় তাকে মোটরসাইকেল থামাতে বলে।মোটরসাইকেল এর পিছনে বস্তায় কি বাঁধা বলতেই বলে ব্যবসায়ীদের কাছ থেকে কিনে আনছি,আপনারা ভিডিও কইরেননা,কর্মকর্তার কাছে ফোন দেন।এর আগে গাংজগদিয়া খাদ্য গুদাম থেকে তিন বস্তা চাল বিক্রি করেন গুদাম কর্মকর্তা ওসি এল এসডি। মাঝেমধ্যে গুদাম থেকে কৌশলে চাল বিক্রি করেন ওসি এল এসডি। পাহারাদার এর চালের বিষয় তিনি বলেন এই চাল ফরিদপুর পুলিশ সুপারের ফরিদপুরের মসলেম বিশ্বাস কিনেছে সেখান থেকে পাহারাদার কিনে নিয়েছে। এছাড়া গাংজগদিয়া গুদাম থেকে চাল বিক্রির বিষয় তিনি বলেন, থামেনতো আপনারা স্থানীয় লোকজন চাইলে মানা করতে পারিনা তারা একটু কম টাকায় এই চাল কিনতে পারে বলে তারা মাঝেমধ্যে এসে কিনে নেয়।সরকারি গুদাম থেকে এভাবে চাল বিক্রি করা যাবে কিনা বলতে সে বলেন এতো প্রশ্নের উত্তর দিতে পারবনা।এবিষয় নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবজাল হোসেন বলেন চাল বিক্রির বিষয় স্হানীয় সাংবাদিকরা আমাকে জানিয়েছেন, এছাড়া গুদাম থেকে এক কেজি চাল বিক্রি করা যাবেনা।তবে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।গুদামে কাজে নিয়োজিত কয়েকজন বলেন, গুদামের দায়িত্বে ওসি এলএসডি মোঃ,আজাহার দীর্ঘদিন ধরে এমন ভাবে চাল বিক্রি করেন। তবে স্হানীয় লোকজন জানান গুদামে থাকা চালের বস্তায় বুংগা ডুকিয়ে চাল বের করে সেই চাল গুলো আশপাশের লোকজন এর কাছে বিক্রি করে। পাহারাদারও সেখান থেকে চাল কৌশলে বাড়ির কথা বলে চাল বিক্রি করে হাতিয়ে নিচ্ছে টাকা।রক্ষকরাই ভক্ষকের ভুমিকায় রয়েছেন।ওসি এলএসডি আজাহার এর ইশারায় এসকল অনিয়ম যেন চলমান রয়েছে। খাদ্য গুদাম রয়েছে অরক্ষিত। চারপাশে বাউন্ডারি থাকার কথা থাকলেও সেখানে ব্যক্তি মালিকানা বাড়িতে যাতায়াত করতে রয়েছে পকেট গেট।যে কোন সময় চুরি সহ ঘটতে পারে দূর্ঘটনা।
জেলা ফুড অফিসার সহ উর্ধতন কর্মকর্তাদের এবিষয় তদারকি করার প্রয়োজন মনে করছেন এলাকাবাসী।

মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
৬ সেপ্টেম্বর ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *