মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে ৪৯ তম গ্রীম্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টার সময় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের সাথে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম অর্ধের ১৪ মিনিটের সময় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আঁখির বাড়িয়ে দেয়ার বলে ৭ ম শ্রেণীর ছাত্রী হালিমা খাতুনের এক দূর্দান্ত সুটে গোল রক্ষকে পরাস্ত করে দলকে ১ – ০ তে লিড এনে দেন। দ্বিতীয় অর্ধে আর কোন পক্ষ গোল করতে না পারায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল ১ – ০ তে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এরপর দুপুর ১২ টার দিকে এককই মাঠে আনোয়ারা ফহিম জিয়া উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ের মেয়েদের সাথে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে ফুলবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফুটবল দলের গোল রক্ষক হালিমা খাতুন প্রতিপক্ষের দুইটি গোল আটকিয়ে দেন। আপর দিকে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল ৩ গোল প্রতিপক্ষের জালে জড়িয়ে ৩ – ০ জয় নিয়ে মাঠ ছাড়েন। এ জয়ের ফলে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল দল গোদাগাড়ী জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুটি খেলা পরিচালনা করেন গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নবাব আলী। এর আগে গত রবিবার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা হ্যন্ড বলে আনোয়ারা ফহিম জিয়া উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ের মেয়েদের হারিয়ে গোদাগাড়ী জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।খেলায় জয়লাভ করায় সকলে আনন্দে মেতে উঠেন।