মোঃছাইফুল ইসলাম শাহীন রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি’র
নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে মঙ্গলবা বিকেলে উপজেলা দলীয় অফিসের সামনে গোল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনষ্ঠিত হয়।রাণীনগর উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক রোকনুজ্জামান রুকু খান। উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান জাপান ও মোসারব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লেন্স কর্ণেল (অব:) আব্দুল লতিফ খাঁন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,যুগ্ন আহবায়ক
আমিনুল হক বেলাল,শফিউল আলম ভিপি রানা,সদস্য এমদাদুল হক মুকুল,সরদার
সাইফুল ইসলাম সাজু,আসাদুল ইসলাম মনির,বিএনপি’র তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এচাহক আলী,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল,নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক জেড এইচ খান মানিক,জেলা সেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান নাহিদ এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার দাস উপস্থিত ছিলেন।এছাড়া
জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা/কর্মীরা সমাবেশে অংশগ্রহন করেন।