ইতালির ভেনিসে কুমিল্লার বিভাগ বাস্তবায়ন প্রাধান মূখ্য বাহার উদ্দিন এমপি কে গণ সংবর্ধনা

ইতালি প্রতিনিধি :

কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার কে গণ সংবর্ধনা প্রধান করা হয়েছে।

ইতালির ভেনিসে এমপির আগমন উপলক্ষে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের উদ্যোগে স্থানীয় ঢাকা বিরানি রেস্টুরেন্টে হলে গত ৫ সেপ্টম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় গণ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মাকসুদ রহমান(সময় টিভি) এর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী, এ.এন.এস ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান, ফান্স কুমিল্লা নামেই বিভাগ চাই বাস্তবায়ন কমিটির আহবায়ক ফান্স শাখার মুহাম্মদ আলী ভুট্টো, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমাজ সেবক শাহাদত হোসেন ও ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান।
“সাংবাদিক সরকার মোখলেছুর রহমান স্বাগত বক্তব্য মধ্যে আলচনা সভা শুরু হয়”
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল, ,বিশিষ্ট মুতালিব, শরীফ মৃধা, হুমায়ুন কবির, পাদোভা সিটি কাউন্সিলর নাহিদ হোসেন রিবিন, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিসের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, মশিউর রহমান, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, আবদুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিসে সভাপতি তাজুল ইসলাম, ফয়সাল আহমেদ, নুরে আলম,।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ আমরা চাই। এই সভা থেকে বলতে চাই,এই দাবিকে সবাই ভাবত বাহারের দাবি, আসলে বাহারের দাবি নয়, বাহারের মুখ দিয়ে কুমিল্লার ৬০ লাখ মানুষের দাবি। অনুষ্ঠানে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসি নার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
বক্তারা বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসেবে এখন বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *