হাফেজ মুহাঃওমর ফারুক, ভোলা সদর উপজেলা, প্রতিনিধি
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ দাবা ফেডারেশন এর উদ্যোগে এবং ভোলা জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ভোলা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল দাবালীগ প্রতিযোগিতার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এ সময় জনাব আছাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা, জনাব সাইফুল ইসলাম অমি, প্রশিক্ষক দাবা ফেডারেশন, জনাব মোঃ লিটন, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ভোলা, বিভিন্ন স্কুলের প্রতিযোগী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।