খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি ঃ
আজ ০৭ সেপ্টেম্বর ২০২২ইং রোজ বোধবার ময়মনসিংহ শহরের চড়পাড়া মোড়ের যানজট সহনীয় পর্যায়ে আনতে অদ্য পুলিশ সুপারঃ জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় ময়মনসিংহের চরপাড়া এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
এসময় তিনি চরপাড়া থেকে অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদ কার্যকর করতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। এছাড়াও চরপাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এ্যাম্বুলেন্স একলাইনে রাখা নিশ্চিত করতে বলেন।
এছাড়াও তিনি যত্রতত্র গাড়ি ও মোটরসাইকেল দাঁড় করাতে না দেওয়া সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। এসময় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ যানজট নিরসনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।