হাফিজ সেলিম আহমদঃ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নারায়ণগঞ্জ যুবদলকর্মী শাওন, ভোলা ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আঃ রহিমের হত্যার প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে প্রথমে উপজেলা সদরের কামারপট্রি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে সমাপ্ত হয়।দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান সামছুল হক নমুর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলার সভাপতি সাবেক এমপি কলিম উদ্দীন আহমেদ মিলন।
এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান,বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এডভোকেট নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি সেলিম আহমেদ ভুট্টো, আবুল মনসুর শওকত,সৈয়দ তিতুমীর, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,সহ সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু,সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম,
দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাষ্টার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,যুগ্ম আহবায়ক হেলাল মিয়া,যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক ও মান্নারগাও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার,আহবায়ক কমিটির সদস্য আলতাবুর রহমান খছরু,জাকির হোসেন, এইচ এম কামাল,তাইবুর রহমান,শামছুল ইসলাম,আমান উল্লাহ আমান,আব্দুল হক,আফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সাবেক মেম্বার মাধব রায় সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন,যুগ্
আহবায়ক,ফকরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুর আলম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান মেম্বার,যুগ্ম আহবায়ক মোশাররেফ মজুমদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক শিহাব উদ্দিন,সদস্য সচিব নুরুল হক, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক হোসাইন রাজ প্রমুখ