মোঃ রমজান আলীঃ জেলা প্রতিনিধি
কোটচাঁদপুর উপজেলায় মাত্র এক মাস আগে কাঁচামরিচের কেজি ছিল ২৪০ টাকা। সেই মরিচই এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। মরিচ তুলতে যে মজুরি দিতে হচ্ছে, সেই টাকাও উঠছে না বলে দাবি চাষিদের।
উপজেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে ২৫০ হেক্টর জমিতে কাঁচামরিচ চাষ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী। লক্ষ মাত্র পুরোন হয়েছে। উৎপাদন বেশি হাওয়ায় দাম কম। আগস্টে উপজেলার পাইকারি বাজারে মরিচের দাম ২৪০ টাকা কেজি ছিল। সে সময় কৃষকের মুখে হাসি থাকলেও নাভিশ্বাস হয়ে ওঠে ক্রেতারা। এক মাসের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার সকালে কাঁচামাল হাটে পাইকারি ১০ থেকে ১৫ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়। খুচরা বাজারে ২০ থেকে ২৫ টাকা।
পৌর এলাকার কাশিপুর গ্রামের চাষি মাহবুর বলেন,জমি থেকে মরিচ তুলতে এক নারী শ্রমিককে ১০ টাকা কেজি হিসাবে মজুরি দিতে হয়। এই জন শ্রমিক সারাদিনে ২৫ কেজি মরিচ তোলেন। মরিচ বিক্রি করে শ্রমিকের মজুরিও তোলা সম্ভব হচ্ছে না এখন।
এ বিষয়ে পাইকারী মরিচ ব্যবসায়ী মাছুদ জানান, প্রতিবছরই এই সময় কাঁচামরিচের দাম কমে যায়। পর্যন্ত উৎপাদন হাওয়ার কারণে এমন টা হয়ে থাকে।