মোঃ মোরসালিন ইসলাম
,দিনাজপুর জেলা প্রতিনিধি,
দিনাজপুর সদর উপজেলার দাইনুড় সীমান্তের ৩১৫ মেইন পিলারের ভারতীয় হরিহরপুর, তেলিয়াপাড়ার কাছে মিনহাজ (১৮) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহত মিনহাজের বাড়ি খানপুর ভিতরপাড়া গ্রামে। তার পিতার নাম জাহাংগীর। এ সময় আহত হয়েছে সাগর(২০) ও এনতাজুল (২৫) নামে দুই জন।স্থানীয়রা বলেন, আহতরা বিএসএফর অধীনে ভারতে চিকিৎসা নিচ্ছে । বাংলাদেশের দাইনুড় বিওপি’র বিজিবি কমান্ডার আখতার হোসেন জানান,পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হবে।
১০ নং কমলপুর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মিনহাজের মৃত্যুর সংবাদ দেয়।পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয়া হবে বলেও জানান তিনি।