সুনামগঞ্জের দোয়ারায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়নের আলোচনা

হাফিজ সেলিম আহমদঃ
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এবং ১১০ বিএসএফ ব্যাটালিয়ন, জোয়াই’র মধ্যে দোয়ারাবাজার উপজেলাধীন বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩১/৮-এস’র নিকটবর্তী হকনগর রেষ্ট হাউজ নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুত্রে জানা গেছে, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুবুর রহমান অপরদিকে ভারতের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের জোয়াই ১১০ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী সন্দীপ।এসময় সৌজন্য সাক্ষাতে সীমান্তে আহত, নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধ করণ, অবৈধ অনুপ্রবেশ,সীমান্ত লঙ্ঘন, মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ প্রসংগে আলোচনা করা হয়। এছাড়াও উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুত্রে জানা গেছে।সৌজন্য সাক্ষাতে ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি), সহকারী পরিচালক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি), বাগানবাড়ী কোম্পানী কমান্ডার এবং ভারতের ১১০ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডার অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *