কোটচাঁদপুর যুব সমাজের উদ্যোগে তালের বীজ রোপণ।

মোঃ রমজান আলী জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পাঁচশো তাল গাছের চারা রোপণ করেছে বকশিপুর আদর্শ যুব সমাজ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে বকশিপুর আমেরিকান নামক সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা।
যুব সমাজের উপদেষ্টা রোকনুজ্জামান বলেন, আমাদের যুব সমাজ সংগঠনটি অরাজনৈতিক সেচ্ছাসেবী একটি সংগঠন। আমরা অবহেলিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করি। এবং সামাজিক উন্নয়ে সব সময় অগ্রণী ভূমিকা রাখি। এরি অংশ হিসাবে আমরা তাল গাছের চারা রোপণের সিদ্ধান নিয়। কারন তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুরি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।
এলাকার সকলকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে বলবো, আপনাদের বাসায় পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন। অথবা সেই বীজ তুলে দিন আমাদের হাতে। বীজ সংগ্রহের জন্য আমাদের সদস্যরা চলে যাবে আপনার বাসায়। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রাঘাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি।
এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর মানবাধিকার সংস্থার সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আশরাফুল আলম মালিতা সহ সংগঠনের বিভিন্ন সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *