খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়াডের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিক । বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তা ঘাট উন্নয়নের কাজ করায় ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ শফিকুল ইসলাম শফিক এর প্রতি সন্তোষ প্রকাশ করেন ২৬ নং ওয়ার্ডের স্হানীয় এলাকা’র সর্বস্তরের জনগণ।
জানা গেছে, ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় উন্নয়ন ও আইন শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছেন। স্হানীয়রা জানান, ওয়ার্ড কাউন্সিলর খুবই ভালো মানুষ, অসহায় গরীব মানুষের বন্ধু। সবার সুখে দূঃখে সবসময় পাশে পাওয়া যায়।
স্থানীয় এলাকা জুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা ঘাটের উন্নয়ন সহ দীর্ঘদিনের প্রত্যাশিত ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন কাচা রাস্তা পাকা করন, আরসিসি ঢালাই বালু ও মাটি দিয়ে রাস্তা ঘাট মেরামত, রাস্তায় আলোকসজ্জা লাইটিং ব্যবস্থা হওয়াতে খুশি স্হানীয় এলাকা বাসী। এ বিষয়ে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিক বলেন। জনগণ আমাকে ওয়ার্ড কাউন্সিলর বানিয়েছেন তাদের সেবা করার জন্য সুতরাং সেটা মাথায় রেখেই ২৬ নং ওয়ার্ড কে ডিজিটাল ওয়াডে রূপান্তরিত করার জন্য নিরলস ভাবে কাজ করার চেষ্টা করছি।
good work