মানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করতে চাই : নাসিমা বেগম!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

তথ্য বিবরণী।।
মানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করতে চাই। মানুষ যেন অহেতুক হয়রানি শিকার না হয় সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন সবসময় কাজ করে যাচ্ছে।
দেশের মানবাধিকার সমুন্নত রাখার দায়িত্ব সরকারের।
তবে মানবাধিকার কমিশন এ ক্ষেত্রে সরকারকে পরামর্শ প্রদান করে থাকে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও নাসিমা বেগম বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন মানুষের মানবাধিকার রক্ষায় সকল জেলায় এ বিষয়ে কমিটি রয়েছে।
মানব অধিকারের নাম ভাঙ্গিয়ে অনেকে অবৈধ কাজ করে। দেশের আইনের বিচার সালিশ করার অধিকার কোন মানবাধিকার সংগঠন কে দেওয়া হয়নি।
তা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান সেটা করে চাকরির মিথ্যা বিজ্ঞপ্তি দিয়ে তারা তরুণদের প্রতারিত করে। প্রকৃতপক্ষে যারা মানব অধিকার নিয়ে কাজ করে তাদের তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এই কাজ শেষ হলে জানা যাবে কোন প্রতিষ্ঠান কোথায় কাজ করছে।

খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আবদুর রশীদ কেএম পি অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রকিবুল ইসলাম পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা প্রমুখ বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি আইনজীবী গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *