এম.মাহফুজুর রহমান সজিব সুনামগঞ্জ প্রতিনিধিঃ
২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ আনিসুর রহমানের ব্যাপক সাফল্য একদিনে ১৩ টি অপারেশন সমপন্ন করা হয়েছে। হাসপাতাল মাধ্যমে জানা যায়, ৭ সেপ্টেম্বর (বুধবার ) হাসপাতালের অপারেশন থিয়েটারে ৪টি সিজার, ১টি সার্জারী ও ৮টি নাক,কান,গলার অপারেশন সমপন্ন করা হয়েছে। ২ নম্বর সিজারের সময় মহিলার জমজ দুটি নবজাতক সন্তান হয়েছে। দক্ষতার সাথে অক্লান্ত পরিশ্রম করে অপারেশন সমপন্ন করেন হাসপাতালের গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ লিপিকা দাস, ডাঃ মাহফুজা আক্তার, সিনিয়র স্টাফ নাস রুবি আক্তার, রুনা আহমেদ। সহযোগিতায় ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ বিষনু প্রসাদ, ডাঃ গৌতম তালুকদার, ডাঃ শ্যামল বমণ, ডাঃ জহর লাল শিপলু, ডাঃ সৈকত দাস, নাসিং অফিসার বুরহান উদ্দীন, গোলাম মোস্তফা,হাসপাতালের প্রধান সহকারি রইচ মিয়া, স্টোর কিপার মো সোলেমান আহমদ। রোগীর স্বজনরা বলেন, একসময় হাসপাতালে সপ্তাহে ১টি অপারেশনও হয়নি। কিন্তু ডাঃ মো. আনিসুর রহমান স্যার হাসপাতালে যোগদান করার পর সপ্তাহে ৬ দিন অপারেশন হচ্ছে। প্রতিদিন কমপক্ষে ৩/৪ সিজার সহ বিভিন্ন ধরনের অপারেশন হচ্ছে।