নেত্রকোনার পূর্বধলায় মাদক সেবনে নিষেধ করাই রাতের আঁধারে আগুন দিয়ে মাজার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরাঃ

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ

গত ৮ সেপ্টেম্বর ২০২২ ইং বৃহস্পতিবার মধ্যরাতে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর বটতলা গ্রামের আবু চন কারীর মাজার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় টিনের তৈরি তিন তলা সহ দুটি ঘর ও ঘরে থাকা কুরআন শরীফ সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান মধ্যরাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয় পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ঘরে থাকা সকল আসবাবপত্র সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যাই আগুন লেগে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাই স্থানীয় এলাকাবাসী ও ভক্তবৃন্দরা পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।

মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছে স্থানীয় একাকাবাসী ও মাজারের ভক্তবৃন্দরা। এই গঠনায় যারা জরিত আছে তাদের কে আইনের আওতায় এনে যেন কঠোর শান্তির ব্যাবস্থা করা হয়, এটাই এলাকা বাসী ও ভক্তবৃন্দের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *