আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে একই সময় ও স্থানে বিএনপি ও আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের স্থানীয় বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একই সময় ও স্থানে দুটি রাজনৈতিক দল কর্মসূচীর ডাক দিয়েছেন এই অবস্থায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।