শেরপুরে ১৪৪ ধারা জারি।

আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে একই সময় ও স্থানে বিএনপি ও আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের স্থানীয় বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একই সময় ও স্থানে দুটি রাজনৈতিক দল কর্মসূচীর ডাক দিয়েছেন এই অবস্থায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *