মোঃ মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি,
আজ শনিবার দুপুর ২ ঘটিকায়, ফুলবাড়ী থানার, ফুলবাড়ী পৌরসভাধীন ছোট যমুনা নদীর নিচে,ফুলবাড়ী সরকারি কলেজের পিছনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ আটজনের সাজা।
ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী ও ছয় জন মাদক সেবীকে আটক করে ভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও ছয় মাদকসেবীকে আটক করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ উদ্দিন।
এসময় থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামসহ থানা পুলিশ ও আনছারপ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্তরা হলেন মাদক ব্যবসায়ী পূর্ব গৌরীপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে কামাল হোসেন পলাশ (৪৫) পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৪৯), মাদক সেবী, কাটাবাড়ী নয়াপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে শফিকুল ইসলাম,দক্ষিন বাসুদেবপুর গ্রামের কোছের ব্যাপারীর ছেলে আলী হোসেন (২৮), উত্তর সুজাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মহোরম (৩০), এলুয়াড়ী ইনিয়নের শোলাকুড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে জাকির হোসেন (৩০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মেহের আলীর ছেলে আরিফুল ইসলাম (৩০), রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সমশের আলী মন্ডলের ছেলে এরশাদুল আলম (৫২)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি আশ্রাফুল ইসলাম জানায়, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রিয়াজ উদ্দিনের নেতৃত্বে, পৌর শহরের সরকারী কলেজের পিছনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ছোটো যমুনা নদীর পাড় থেকে ২৪ পুরিয়া হিরোইন ও তিন পিচ ইয়াবাসহ দুই জন মাদক ব্যাবসায়ী ও ছয় জন মাদক সেবীকে আটক করে মাদক ব্যাবসায়ী কামাল হোসেন পলাশের ছয় মাস সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা ও মনিরুজ্জামানকে চার মাস সাজা ও পাঁচ’শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাদক সেবী ছয়জনকে তিন মাস করে সাজা প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গৃহীত ব্যস্হাঃ দুইজন মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে পাঠানোর জন্য প্রক্রীয়াধীন।