পাবনা প্রতিনিধি :
পাবনার আটঘরিয়ায় ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম শাহজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্ররানী মন্ডল, দেবোত্তর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, বিভিন্ন বিদ্যালয়ের শরীরিক শিক্ষ শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার ২৭ মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ফুটবল, কাবাডি, সাঁতার, দাবা খেলায় অংশ নেয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন। ক্রীড়া পরিচালনা করেন মোঃ ইয়াছিন আলী, মোঃ মুরশেদ আলম খান, মোঃ মানিক উদ্দিন প্রমুখ।
মাসুদ রানা
আটঘরিয়া পাবনা
০১৭৯০৬৩০৫১৩
১১-৯-২২