মোঃছাইফুল ইসলাম শাহীন রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলায় শান্তি-শৃক্সখলা ও উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য ঐক্য বদ্ধভাবে কাজ করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর সকল সদস্যদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।আত্রাই উপজেলার সকল ইউ’পি সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার,উপজেলাপরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত (দুলাল) ও সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক। এছাড়া ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন ও হাটকালু পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।।