মোঃ রমজান আলীঃ জেলা প্রতিনিধি
দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে ছাত্র লীগের আয়োজনে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। ২১ আগস্টের হামলার মূল হোতা তারেক জিয়া বিদেশে বসে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। খুনি তারেক জিয়ার দোসররা দেশে বসে ক্ষমতার সপ্ন দেখছে।
তারা আরো বলেন, দেশের উন্নয়নে দিশেহারা হয়ে জামায়াত-বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে যা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ কঠোর হাতে তা দমন করবে। স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা আরিয়ান মানিক, নয়ন আলী, মেহেদি হাসান, হাসিব, নুর সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।