দৌলতপুরে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্যে মানবিক সহয়তা প্রয়োজন

মোঃ নূরুল ইসলাম
দৌলতপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাের সমেতপুর গ্রামের নুরু হোসেন,বয়স ৯ মাস, পিতা :- সজিব হোসেন,মাতা:-লিমা বেগম,গ্রাম- সমেতপুর,উপজেলা- দৌলতপুর,জেলা-মানিকগঞ্জ। নুরু হোসেন দীর্ঘ কয়েক মাস যাবত জন্ডিসে আক্রান্ত হওয়ার পর এখন ৪মাস যাবত লিভার সিলোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ।তার পিতার যা টাকা পয়সা ছিল চিকিৎসা করিয়ে শেষ করেছে। তবু ছেলে ভালো না হওয়া মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ডাক্তার বলেছেন তাকে সুস্থ‍্য করতে এখন প্রয়োজন ১২-১৫ লক্ষ টাকা। উন্নত চিকিৎসার জন্যে দেশের বাহিরে নেওয়া প্রয়োজন।তাই এই সন্তানটাকে বাঁচাতে মানবিক আর্থিক সহযোগিতা প্রয়োজন।তাই কোন হ্নদয়বান ব‍্যাক্তি থাকলে নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হলো।
ছেলের মায়ের মোবাইল নম্বর 01321458393,ছেলের বাবার বিকাশ নম্বর:017775366325,
প্রেসক্লাবের বিকাশ নম্বর 01973532069।
এবিষয়ে ছেলের মা সাংবাদিকদের বলেছেন আমার ছেলেকে দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করিয়েছি কোন উপকার হয় নাই।আমার স্বামীর যা অর্থ ছিল সব শেষ করে আজ আমি নিঃস্ব ।তাই দেশবাসীর কাছে আমি আমার ছেলের প্রাণভিক্ষা চাই।এসময় ছেলের পিতা বলছে আমি একজন অসহায় গরীব মানুষ আমার যাকিছু ছিল সব ছেলের চিকিৎসা করিয়ে শেষ করে ফেলেছি।আমার সন্তানকে চিকিৎসা করানোর মত কোন অর্থই আমার কাছে নাই তাই আমার ছেলেকে বাঁচাতে আর্থিক সাহায্য প্রয়োজন।তাই সকলের কাছে আমার ছেলের প্রাণভিক্ষা চাই এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *