ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে ফরহাদ হোসেন নামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে।শনিবার সকালে উপজেলার পাতিলাপুর-মিয়াপাড়া সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধান ক্ষেতটি আকবর আলী নামে একজনের।ফরহাদ উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামের নূর আলমের ছেলে। খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো সে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছে ফরহাদের বাবা।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে এবং মাইকিং করে।এদিকে শনিবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। এ ঘটনায় ছেলটির বাবা অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।