মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি,
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের দিনাজপুর সদর উপজেলা দাইনুর বিওপি ক্যাম্পের এলাকায় স্কুলছাত্র মিনার (বাবু) বিএসএফের গুলিতে নিহত হয়ে যাওয়ার ৯০ ঘন্টা পেরিয়ে গেছে, লাশ পাইনি পরিবার।
নিহত মিনার বাবুর বাড়ি দিনাজপুর সদর উপজেলা
৯ নং আস্করপুর ইউনিয়নের কম্বল পুর ও খান পুরের মিডিল স্তরের পাকা রাস্তার সাইডে ভিতর পাড়া গ্রামে। নিহত মিনার বাবু পড়াশোনা করতেন খানপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ রবিবার বিকালে মিনার বাবুর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির ভিতরে সোয়ার ঘরে টেবিলে স্কুলের বই,
বিসানাটি খালি পড়ে আছে। ভিবিন্ন্য এলাকার দুরদুরার্ন্ত থেকে আসা শত শত নারী পুরুষ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন একপলোক মিনার বাবুকে দেখার জন্য।
পরিবার ও এলাকাবাশীরা দাবী করেন ৯০ ঘটনা পেরিয়ে গেলেও এখনো মিনার বাবুর পরিবারের হাতে লাশ তুলে দেননি বর্ডার গার্ড বিজিবিরা।
মিনার বাবুর বাবা জাহাঙ্গীর আলম জাজান,গত বুধবার বিকালে রঙের কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিনার ( বাবু)। গত বৃহস্পতিবার সকালে লোক মুখে জানতে পারি,বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ১০ নং কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে ছেলের মৃত্যু হয়।
তিনি আরো জানান,বিজিবি,বিএসএফের মধ্যে বৈঠক ও আলোচনা হওয়ার পর আমার ছেলের লাশ দিবে।
কবে ছেলেকে দিবে তা জানতে পারিনি।