মোঃ রায়হান আলী ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদরে পকেট মারার সময় জনতার হাতে নাতে ধরা পরেন দুই যুবক ৷
(১২সেপটেম্বর) সোমবার ধারকি এলাকা ভ্যানে আরোহীর কাছে ঘটনাটি ঘটে ৷ ওই সময় স্থানীয় জনগণ তাদের হাতে নাতে আটক করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরের ফোন দিয়ে জানায়। সংবাদপেয়ে থানার জরুরী অফিসার স্থানীয় জনগণের হেফাজত থেকে দুজন পকেটমার কে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।আটক আসামিরা পেশাদার পকেটমার। জিজ্ঞাসাবাদে শিকার করেন বিভিন্ন সময় যাত্রীবেশে অথবা অন্য যেকোন ছদ্মবেশে নিরীহ মানুষকে টার্গেট করে সুবিধামতো পকেটমেরে অথবা ছিনতাইকারীর রূপ নিয়ে টাকা পয়সা কেড়ে নিয়ে সর্বস্বান্ত করে।
পরে জানা যায় তারা
শফিকুল ইসলাম কালাই পৌর এলাকার নলপুকুর গ্রামের কাজল সরকার ছেলে ৷ রবিউল ইসলাম ধরনজি গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে৷
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।