ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা, টাস্কফোর্স কমিটির মাসিক সভা ও ভোক্তা- অধিকার সংরহ্মণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য প্রদান করেন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামীমা আক্তার জাহান, ফুলবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আফরুজুল হায়া, ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: নুরে আলম আনন্দ, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নিরু সামসুন্নাহার, কৃষি অফিসার মোছা. রুমানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের মন্ডল, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যহ্ম শাহ আব্দুল কুদ্দস, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মাও.মো. নবীউল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. আশ্রফুল ইসলাম, ২৯বিজিবির নায়েক সুবেদার মামুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ হাসিনা ভুইয়া, মহিলা বিষয় কর্মকর্তা রিতা মন্ডল, মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন্নাহার মায়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক জগদিশ চন্দ্র, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ আরিফ, দিনাজপুর প্রেসক্লাবের- সুশাসনের জন্য নাগরিক সুজন, মুক্তিযুদ্ধ ও শহীদ স্মতি সংগ্রহ কমিটির ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য এবং ফুলবাড়ী উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা।
তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আলোচনায় ডা. নূরে আলম বলেন, একজন অধূমপায়ী ধূমপায়ীর ধূমপানের ফলে সমপরিমাণ হ্মতির শিকার হয়ে থাকেন। ধূমপান বা জদ্দা রোগ প্রতিরোধ হ্মমতা কমায়। ভোক্তা সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন , ভোক্তা অধিকার বিরোধী অপরাধ সংঘঠিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরহ্মণ অধিদপ্তরে লিখিত অভিযোগ বা ১৬১২১ এই হটলাইনে অভিযোগ জানাতে বলেন। তিনি আরো জানান, অভিযোগ দায়ের করলে জরিমানার ২৫ % অভিযোগকারি পাবেন। এ ব্যপারে জনসচেতনতা বাড়াতে হবে।

আইন শৃঙ্খলা কমিটি। মাসিক আলোচনা মাদক, চুরি, সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *