ফুলবাড়ীতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির বাসায় আগুন।

মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি,

দিনাপজুরের ফুলবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বুলুর বাসার খানা ঘরে আগুন,কয়েক লক্ষ টাকার আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। থানায় অভিযোগ করেছেন তিনি।

মোঃ শফিকুল ইসলাম বুলু জানান, গতরাত ৩টায় অজ্ঞাত ব্যাক্তিরা আমার খাট বাসার খানা ঘরে আগুন লাগিয়ে দেয়। খানা ঘরের অধিকাংশ জায়গা পুড়ে যায় । সেখানে থাকা কয়েক লক্ষ টাকার আসবাপত্র পুড়ে ছাই হয়েছে। এরপর আমার শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন লাগিয়ে তারা পালিয়ে যায়। অজ্ঞাত ব্যাক্তিরা আমার মনে হয় আমাকে ও আমার পরিবারকে প্রাণে মারতে এমন কাজ করেছে। ফুলবাড়ী থানায় এবিষয়ে অভিযোগ করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে আপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *