মানবিক পুলিশ সদস্য এটিএসআই/ শেখ মোস্তাফিজুর রহমান এর সহায়তায় হুইল চেয়ার পেল লামিয়া

তপন দাস
নীলফামারী প্রতিনিধি

মানবিক এক পুলিশ অফিসার এটিএসআই/শেখ মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা ফুড ব্যাংক ফাউন্ডেশন, বাংলাদেশ এর প্রচেষ্টায় হুইল চেয়ার পেলো নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালারপুকুর বাশদহ গ্রামের হতদরিদ্র পরিবারের মোহাম্মদ দুলু মামুদ ও মোছাম্মৎ কমলা বেগমের কন্যা শারীরিক প্রতিবন্ধী মোছাম্মৎ লামিয়া আক্তার (১০) । আজ সোমবার দুপুরে রংপুর দায়রা জজ আদালত প্রাঙ্গণে লামিয়ার মায়ের কাছে হুইল চেয়ার, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন মানবিক পুলিশ অফিসার এটিএসআই/শেখ মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জজ কোর্ট এর ইন্সপেক্টর জনাব আনিছুর রহমান, বিজ্ঞ আইনজীবী মিন্নাৎ খানম (মুক্তা), ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য।
এসময় মানবিক পুলিশ সদস্য এটিএসআই/শেখ মোস্তাফিজুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান আমি এ পর্যন্ত অসংখ্য অসহায় গরীব পরিবারকে বিভিন্ন ভাবে সহায়তা করেছি ঠিক তারেই অংশ হিসেবে আজ নীলফামারীর এই প্রতিবন্ধী লামিয়াকে একটি হুইলচেয়ার ও নগদ অর্থ দিতে পেরে খুব আনন্দিত। মানবিক এই সকল কর্মকান্ডের জন্য তিনি একটি ফুট ব্যাংক ফাউন্ডেশন, বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে বিভিন্ন ব্যক্তি পর্যায়ের অসহায় মানুষদের প্রতিনিয়ত সহায়তা করে থাকেন।

এদিকে লামিয়ার মায়ের সাথে কথা হলে তিনি বলেন আমার মেয়ের আগে কোন হুইল চেয়ার ছিল না আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ও কোন হুইল চেয়ার পাইনি তবে সাংবাদিক তপন দাস এর সহায়তায় এবং পুলিশ অফিসার শেখ মোস্তাফিজুর রহমান এর সহায়তায় আজ আমি আমার মেয়ের জন্য গাড়িটি পেয়ে খুবেই খুশি আর মোস্তাফিজুর রহমান স্যারকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুজে পাচ্ছি না তবে আল্লাহ্ তায়ালার কাছে ওনার জন্য আমি দোয়া করবো, আল্লাহ্ তায়ালা যেন ওনাকে এবং ওনার পরিবারকে ভালো রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *