মোঃ নূরুল ইসলাম,দৌলতপুর , মানিকগঞ্জ ,প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী,বাচামারা,বাঘুটিয়া ইউনিয়নের ৪৩ জন বীরমুক্তিযোদ্ধাদের
কাগজপত্র যাচাই ও স্বাক্ষাৎকার গ্রহন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনটি ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ও স্বাক্ষাৎকার গ্রহন অনুষ্ঠিত হয়।
তিন সদস্য বিশিষ্ট যাচাইবাছাই কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার ও যাচাই বাচাই কমিটির সভাপতি মো:ইমরুল হাসান,বীরমুক্তিযোদ্ধা শমসের আলী ও বীরমুক্তিযোদ্ধা অজিত সরকার।
স্বাক্ষাৎকার গ্রহন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান বলেন আজ সকাল থেকে বিকাল ৪ টা পযর্ন্ত মোট ৮টি ইউনিয়নের তিনটি ইউনিয়ন চরকাটারী,বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের ৪৬জন মুক্তিযোদ্ধা তাদের নাম তালিকাভুক্ত করার জন্যে আবেদন করেছেন।এর মধ্যে ৪৩জন মুক্তিযোদ্ধা স্বাক্ষাৎকার দিয়েছেন। বাকী যে ইউনিয়ন স্বাক্ষাৎকার বাকী আছে সে গুলো পর্যায়ক্রমে নেওয়া হবে। মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ, এদের কারনেই দেশ স্বাধীন হয়েছে। এদের যাচাই বাছাই এর দায়িত্ব পেয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি।
তিনি আরো বলেন যথাযথ সম্মান রেখেই আইন কানুন মেনে যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণ করা হবে।