খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধঃ
সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর একটি টিম গতকাল ১২ সেপ্টেম্বর ময়মনসিংহ সদর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানাধীন গোহাইলকান্দি পূর্বপাড়া বিলপাড়স্থ আসামী রবিন আহমেদ রনি(৩৪), পিতা- মোঃখোকন আহমেদ, মাতা-মৃত-হেলেনা আক্তার এর নিজ দখলীয় বসতঘরে ৪০ এ্যাম্পুল কুপিজেসিক নামীয় ইনজেকশন এবং ১০ এ্যাম্পুল ইজিয়াম নামীয় ইনজেকশনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।