নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বটতলৈ মাতৃছায়া প্রি-ক্যাটেড স্কুলের তালা ভেঙ্গে সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা স্কুলের তালা ভেঙে ফ্যান চুরি করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মালেকা খাতুন । তিনি বলেন, সোমবার (১২ সেপ্টেম্বর) প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি দিয়ে বাড়ি চলে যায়। রাতে কে বা কাহারা শ্রেণী কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। কিছদিন পুর্বেও এরকম চুরির ঘটনা ঘটে স্কুলটিতে। তখন চুরির ঘটনায় হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। বারবার স্কুলটিতে চুরির ঘটনায় আমরা আতংকিত।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামকে চুরির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এবিষয়ে থানায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।