কেএমপি’র বিশেষ কিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

সারা দেশের সাথে আগামীকাল খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার( কে এম পির)
বিশেষ কিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি দাখিল ও এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষা।

আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২২ সালের এসএসসি দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরীক্ষার দিন সকাল ৮ টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫ বা তিতোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না।

পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্রশস্ত্র ছুরি লাঠি বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না।
এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউডস্পিকার বা ওই জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চঃস্বরে শব্দ করা যাবে না।

পুলিশ কমিশনার বলেছেন এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে এ বছর খুলনা মেট্রোপলিটন এলাকায় ৩৩ টি কেন্দ্রে এসএসসি দাখিল ও এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূইয়া স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *