সাব্বির আকাশ,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার হবিগঞ্জের মাধবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩ হাজার ৬৫৯ জন।
মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজ কেন্দ্রে ২৬৪ জন,মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১১ জন,চৌমুহনী খুর্শিদ হাই,স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫২১ জন,গোবিন্দপুর গভঃ হাই স্কুল কেন্দ্রে ৫৮৯ জন এবং জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৭৪ জন।
তন্মধ্যে ৫ টি কেন্দ্রে ১ হাজার ৭৬২ জন ছেলে ও ১ হাজার ৮৯৩জন মেয়ে পরীক্ষার্থী।
একাডেমিক সুপার ভাইজার রোকসানা পারভীন এ তথ্য জানান।
পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।