মানিকগঞ্জে বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ মামলার আরেক আসামি গ্রেফতার

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিকগঞ্জের সিংগাইরে বিউটি পার্লারের কর্মীকে গণধর্ষণ মামলার আসামি ধর্ষক আনিছকে (৪০) গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ধর্ষক আনিছ সিংগাইর উপজেলার পশ্চিম বাস্তা এলাকার আব্দুর রহমানের ছেলে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আনিছকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মোল্যা।
তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে এক পার্লার কর্মীকে নতুন ভাড়া বাসা খুঁজে দেয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে মনির হোসেন, ফুলচান ও আনিছ নামে তিন বখাটে। এ ঘটনায় ওই ভুক্তভোগী তরুণী ১০ সেপ্টেম্বর থানায় মামলা দিলে ওই দিন অভিযান চালিয়ে আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
মামলার পরিপেক্ষিতে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার-এর দিকনির্দেশনায় থানার এসআই মো. রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড থেকে আরেক আসামি আনিছকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *