রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের খলিলুর রহমানের মৃত্যুদণ্ডের আদেশ হওয়ায় উপজেলায় আনন্দের জোয়ার বইছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ফাঁসির রায় ঘোষণার পর পরই দুর্গাপুরের সব মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মাঝে দেখা দেয় আনন্দ। চিহ্নিত রাজাকারের বিরুদ্ধে ফাঁসির রায়ে খুশি উপজেলার সকল মুক্তিযোদ্ধারা। তারা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। এ মামলায় খলিলুলের বিরুদ্ধে ১৯৭১ সালে দুর্গাপুর ও কলমাকান্দা থা…