রামুর কাউয়ারখোপে চোরাই মোটরসাইকেল সহ দুই চোর আটক

তৈয়ব উল্লাহ সিকদার বাবু
কক্সবাজার জেলা প্রতিনিধি

রামুর কাউয়ারখোপে মোটরসাইকেল চুরির অপরাধে চোরাই মোটরসাইকেল সহ ২ চিহ্নিত চোর কে আটক করে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে দীর্ঘদিন ধরে চোরের উপদ্রপ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।অতিষ্ঠ এলাকাবাসী মোটরসাইকেল চোর চক্র কে শনাক্ত করে অভিনব কৌশল অবলম্বন করেছেন।পাশাপাশি পুলিশ প্রশাসন ও তৎপর হয়ে উঠেন।
আবু তাহের জানান,তার ব্যবহ্নত মোটরসাইকেল টি গত ১০ সেপ্টেম্বর কাউয়ারখোপ উচ্চ বিদ্যালয় সড়ক থেকে রাত ১১ ঘটিকার সময় চুরি হয়।বিষয়টি রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন কে অবগত করার সাথে সাথে চৌকস সাব ইন্সপেক্টর নাজমুল কে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্র কে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। নির্দেশ পেয়েই পরদিন রামু থানা পুলিশের সাব ইন্সপেক্টর নাজমুলের নেতৃত্বে অভিযান চালিয়ে পাশ্ববর্তী রশিদ নগর ইউনিয়ন থেকে মধ্যম কাউয়ারখোপ এলাকার জানে আলমের পুত্র সাইফুল ইসলাম এবং পূর্ব কাউয়ারখোপ এলাকার আমিন সওদাগরের পুত্র আরিফুল ইসলাম বাবু কে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেছেন।
ঘটনার ২৪ ঘন্টার মধ্যে চুরি করা মোটরসাইকেল সহ ২ চোর কে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসন কে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

তৈয়ব উল্লাহ সিকদার বাবু
কক্সবাজার… রামু উপজেলা
01876993529

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *