মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ঝিনাইদহের একটি সিন্ডিকেট দেশের টাকা পাচার করে আসছিলো দির্ঘদিন ধরে। ডিজিটাল হুন্ডির প্রলোভনে পড়ে গ্রাম গঞ্জের সর্বসাধারণ মানুষ রাতারাতি ধনি হবার ফাদে পা দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছিলো।
বিষয়টি নিয়ে JasTv.News ও দেশ বাংলা চ্যানেল পত্রিকায় একটি অনুসন্ধান ভিত্তিক সংবাদ প্রচারের পরে ঝিনাইদহের পুলিশ সুপার জনাব,আশিকুর রহমান বিষয়টি আমলে নেন, এবং ঝিনাইদহের সাইবার ক্রাইম ব্রাঞ্চ এই আবাবা নামক অবৈধ সিন্ডিকেট এর দুই সদস্যকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা তাবিবুর ও কম্বোডিয়া প্রবাসীর স্ত্রীর সমাপ্তি, তাদের নামে ঝিনাইদহ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়ে।
আজ,ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কর্যালয়ে এই বিষয়ের প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জনাব আশিকুর রহমান বলেন, এই ধরনের ডিজিটাল হুন্ডি জাতীয় বিষয় গুলো বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ, এই সিন্ডিকেট মুলত দেশের টাকা বিদেশে পাচার করেন।
ঝিনাইদহের আবাবা সিন্ডিকেট এর কুমড়াবাড়িয়া ইউনিয়নের কিছু সদস্য গ্রেফতার করা হয়েছে এবং এর সাথে জড়িত মুরারিদহের সক্রিয় সদস্যদের সন্ধান চলছে,তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
দর্শক,একটি বিষয় মনে রাখতে হবে অনলাইনে এতো সহজে টাকা ডাবল করা সম্ভব না,সাধারণ জনগনকে প্রোলভন দেখিয়ে দেশের টাকা পাচার করছে একটি সিন্ডিকেট, তাই সকলের কাছে অনুরোধ থাকবে এই ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত হওয়া থেকে বিরত খাকুন।