বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ:
আজ খুলনায় নকল মুক্ত পরিবেশে সুন্দর সুশৃঙ্খল ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে খুলনায় মোট ৩৩ টি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি দাখিল ও এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষা।
পরীক্ষা চলাকালীন সময়ে খুলনা পুলিশ কমিশনার জারিকৃত নির্দেশনা অনুযায়ী কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার নজরে পড়েনি। এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশ দিয়ে পরীক্ষার্থীদের অভিভাবক ব্যতীত অন্য কোন ধরনের জনসমাগম বা বহিরাগত কোন আড্ডাবাজদের আড্ডা দিতে দেখা যায়নি।
তবে সপ্তাহ জুড়ে আবহাওয়ার বৈরি আচরণের কারণে লাগাতার বৃষ্টি হলেও গতকাল গভীর রাত থেকে রেকর্ড ছাড়া মুষলধারা বৃষ্টির হয়েছে।
যার কারণে শহরের প্রধান প্রধান সড়ক গুলি পানির নিচে তলিয়ে যাওয়াতে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর জন্য একটু ভোগান্তি হয়েছে বলে জানালেন পরীক্ষার্থী তাসমিনা আক্তার জাহান।
এদিকে নগরীর প্রধান প্রধান কেন্দ্র গুলি সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে প্রতিটা পরীক্ষার হলে একাধীক শিক্ষকদের উপস্থিতিতে করা নজর দারির মধ্যো দিয়ে পরিক্খা অনুষ্ঠিত হয়ে।
এবং প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট এর সাথে পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র গুলি কঠোর নজরদারির মধ্যে রেখেছে।
আবহাওয়া প্রতিকূল অবস্থার মধ্যে থাকলেও যথাসময়ে পরীক্ষা শুরু করা হয়েছে বলে জানালেন খুলনা মডেল স্কুলের ডিউটি রত শিক্ষক প্রভাস মজুমদার।
এদিকে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের নিকট আজকের এস এস সি
পরীক্ষার অনুভূতি পরিবেশ প্রশ্নপত্র সম্পর্কিত তথ্য জানতে চাইলে খুলনা সরকারি মডেল স্কুলের একজন পরীক্ষার্থী মোঃ আনাছ খন্দকার তার অনুভূতির বহিঃপ্রকাশের মাধ্যমে বলেছে গত দুই বছর যাবত দেশে মহামারী করোনা ও বন্যা পরিস্থিতি অবনতির কারণে
শিক্ষামন্ত্রী বার বার পরীক্ষার সময়সূচী পরিবর্তনের কারণে
সকল শিক্ষার্থীদের প্রস্তুতির ব্যাপারে আমাদের বার বার হোচট খাওয়াতে
মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে।
সেক্ষেত্রে আজকে পরীক্ষা দিতে পেরে নিজেকে খুব উৎফুল্ল মনে হচ্ছে এবং প্রতিটা পরীক্ষা আশা করি ভাল ভাবে দিয়ে ভালো রেজাল্টের আশাবাদী আমি প্রশ্ন পত্র কার কাছে কেমন হয়েছে বলতে পারবো না তবে আমার কাছে খুবই ভালো হয়েছে।
এদিকে আবার নগরীর মন্নুজান বালিকা বিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শনকালে মহিলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন সম্পূর্ণ নকলমুক্ত সুস্থ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এই পরীক্ষার মাধ্যমেই আমরা আশা করি আগামী পরীক্ষাগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।