তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি,,
সারা দেশের ন্যায় বৃহস্পতিবার থেকে নবীগঞ্জ উপজেলার ৬ কেন্দ্রে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে এবার বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়।পরীক্ষাকে কেন্দ্র করে উপলাজেলার সকল পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু কার্যক্রম সরজমিনে গিয়ে পরিদর্শেনের জন্য নবীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার শেখ মহি উদ্দিনকে প্রধান করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।এ বছর নবীগঞ্জ উপজেলার মোট ৬টি কেন্দ্রে পরীক্ষায় ৪ হাজার ৬ শত ৩৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন বলেন,যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন। যানজটের কথা বিবেচনা করে এ বছর সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, কোন ধরনের অপ্রীতিকর
ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে পরিক্ষা অনুষ্টিত হয়েছে।
মোঃ তুহিন আলম রেজুয়ান
নবীগঞ্জ প্রতিনিধি
মোবাইল নম্বর,,
মোবাইলঃ ০১৬৪৬৪৬৮০৬২