বিএমএ খুলনা শাখা নির্বাচনে ডাঃ শেখ বাহারুল সভাপতি এবং পুননির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

আজ ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যথারীতি ভাবে সুষ্ঠু সুন্দর পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুলনার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসন মহলের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতির মধ্যো দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এতে ভোটার সংখ্যা ছিল মোট
২ হাজার ১৫০ জন। এরমধ্যে ১ হাজার ৬৭৯ জন ভোটার ভোট প্রদান করেছেন।
তাতে করে প্রায় ৮০% ঊর্ধ্বে ভোট আদায় হয়েছে বলে সংশ্লিষ্ট নির্বাচন পর্যবেক্ষক মহল থেকে জানিয়েছে।

ফলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন খুলনা শাখা ( বিএমএ) নির্বাচনে ডাক্তার শেখ বাহারুল আলম সভাপতি এবং ডাক্তার মেহেদী নেওয়াজ সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়েছেন।
তাছাড়া নির্বাচনে ৩ টি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ টি এম মনজুর মোর্শেদ মোল্লা হারুন অর রশিদ ও এসএম শামসুল আহসান।

নির্বাচিত অন্যরা হলেন কোষাধ্যক্ষ পদে কুতুব উদ্দিন মল্লিক যুগ্ন সম্পাদক পদে নিয়াজ মুস্তাফি চৌধুরী সাংগঠনিক সম্পাদক পদে সুমন রায় বিজ্ঞান বিষয়ক সম্পাদক দেবনাথ তালুকদার অফিস সম্পাদক এস এম তুষার আলম প্রচার সম্পাদক সাইফুল্লাহ মানসুর সাংস্কৃতিক সম্পাদক সোহানা সেলিম সমাজ কল্যাণ সম্পাদক মহিবুল হাসান খান লাইব্রেরী সম্পাদক পলাশ কুমার দে।

১০ টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রীতিশ তরফদার ডলি হালদার পার্থপ্রতিম দেবনাথ উপানন্দ রায় মেহেদি হাসান সেখ আওরঙ্গজেব প্রিন্স নিরুপম মণ্ডল পরিতোষ কুমার চৌধুরী মেহেদি হাসান সৈকত ও মিথুন কুমার পাল।

নির্বাচনোত্তর সাধারণ সম্পাদক নির্বাচিত ডাক্তার মেহেদি নেওয়াজ এর নিকট খুলনার সকল সাংবাদিক মহল প্রশ্ন করেন। আজকের বিএমএ খুলনা শাখা নির্বাচন কতটা সুস্থ সুশৃংখল এবং নিরপেক্ষ হয়েছে। এবং যারা নির্বাচিত হতে পারে নাই তাদেরকে কিভাবে সাথে নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুনঃ নির্বাচিত সাধারন সম্পাদক ভদ্রোচিত এবং সদালাপী ডাক্তার মেহেদী নেওয়াজ বলেন আজকের বিএমএ খুলনা শাখার নির্বাচন সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এটা আমরা মেনে নিয়েছি।
এবং আমি এটাও আশা করি যে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে পারেন নাই।
তানারাও এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য হিসেবে মেনে নিয়ে দেশ ও জনগণের স্বার্থে একজন চিকিৎসক হিসেবে আমরা যারা নির্বাচিত হয়েছি আশা করছি আপনাদের সঙ্গে নিয়েই আগামী দিনের পথ চলার প্রত্যয় থাকবে আমাদের সকল কর্মকান্ডের একাত্মতা।

ডাক্তার মেহেদী নেওয়াজ আরো বলেন নির্বাচন এমনই একটি অবকাঠামো যা প্রয়োগের মাধ্যমে সঠিক এবং নির্ভুল ব্যক্তিত্ব বেছে নেওয়া যায় জনগণের রায়ের মাধ্যমে।

আর আজ তারই একটি প্রতিফলন ঘটেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা নির্বাচনের মধ্য দিয়ে।
আমি আশা করব আগামী দিনগুলো সংগঠন এবং চিকিৎসা বিজ্ঞান কে আরও অগ্রগতি করার ক্ষেত্রে আপনারা যারা নির্বাচিত হন নাই তাদের সাথে রেখে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সকল কর্মকান্ডে এগিয়ে যাব বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *