মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সিংগাইরে বৈদ্যুতিক তারে জড়িয়ে আল আমিন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আল আমিনের সহযোগী মো. রায়হান ও স্থানীয়রা জানান, ইসলামনগর গ্রামের রাজীব হোসেনের স্ত্রী আসমা বেগমের বাড়িতে প্রায় এক মাস যাবৎ রাজমিস্ত্রির কাজ করেন তারা। প্রতিদিনের মতো আজও আল আমিন ওই বাড়ির একতলা বিল্ডিংয়ের ছাদের সেন্টারিংয়ের কাজ করছিলেন। তিনি হঠাৎ মাথা উঁচু করে দাঁড়াতে গেলে তিন ফুট উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে শরীরে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. রমজান আলী, ওয়ার্ড মেম্বার ও সিংগাইর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মোল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।