খুলনায় আজও প্রকাশ্য দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মাছ ব্যবসায়ী নিহত!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

খুলনায় কিশোর মাস্তানদের অত্যাচারে অতিষ্ঠ জনজীবন। প্রকাশ্য চাঁদাবাজি হুমকি ধমকি নেশাদ্রব্য বিক্রিসহ মৃত্যুর ঘটনা ঘটিয়ে যাচ্ছে এরা।

এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় অবস্থানে থেকে দমন করার চেষ্টা করলেও থেমে নেই এদের দৌরাত্ম্য।
কোন খুঁটির জোরে এই কিশোর মস্তানদের এতো দাপট।

আজ অপ্রকাশ্য ঘটেছে কিশর মাস্তান কর্তৃক মৃত্যুর ঘটনা।
খুলনায় প্রকাশ্য দিবালোকে ইয়াসিন আরাফাত নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ৩ নং কাশেম সড়কের নূর মোহাম্মদের দোকানের সামনে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয় ।

নিহত যুবক পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের বাসিন্দা। ওবায়দুলের ছেলে তিনি নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার জিন্নাত ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান মাছ বিক্রেতা ইয়াসিন নগরীর সান্ধ্য বাজারে মাছ বিক্রি করতেন শুক্রবার তিনি বাজারে যেতেন না। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বন্ধুদের সাথে তিনি আড্ডা দিতেন। আজ সকাল ৩ নং কাশেম সড়কে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসেন। এসময় ১২ জনের একদল দুর্বৃত্ত তার ওপর আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগে ধারালো অস্ত্র দিয়ে বুকের তিন স্থানে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়লে তারা ইজি বাইকে উঠে গল্লামারি দিকে চলে যায়। আহত ইয়াসিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এক যুবক জানায় ইয়াসিনকে যারা হত্যা করেছে তারা সকলে তার পূর্ব পরিচিত।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন বলেন ঘটনা শুনে হাসপাতালে আসেন তিনি। নিহতের বাড়ি মোড়লগঞ্জ এখানে তিনি মামার সাথে পশ্চিম বানিয়াখামার এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। দুর্বৃত্তরা কি কারণে তাকে হত্যা করেছে তা তিনি জানেন না তবে আসামিদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *