মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লিতে মৃত পিতার জমি বিক্রিতে বাধা দেয়ায় মা ও বোনকে মারপিটের অভিযোগ উঠেছে।
১১ সেপ্টেম্বর রবিবার উপজেলার বলুহর প্রজেক্ট পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় (১৩ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী সেলিনা আক্তার কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ
দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, আমি একজন বিবাহিতা মহিলা আমার স্বামী প্রবাসী। দীর্ঘ ৩ বছর যাবত আমার পিতার বাড়িতে অবস্থান করি, আমার ভাই সাইফুল ইসলাম (৪০) পিতা মৃত আমির হামজা ও ভাইয়ের বউ মোছাঃ রাফেজা আক্তার (৩৩) স্বামী সাইফুল ইসলাম। ১৩ সেপ্টেম্বর সকালে আমার ভাই নেশার টাকা জোগাড় করতে না পেরে আমার মায়ের কাছে এসে বলে জমি বিক্রি করে টাকা দিতে।
আমার মা দিতে রাজি না হওয়ায় চরম মারপিট করে। এ অবস্থা দেখে মা’কে উদ্ধার করতে গেলে আমাকে কিল, ঘুষি, লাথি মারে মাটিতে ফেলে দেই, আমি জোরে চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। যেকোন সময় আমার এবং আমার মায়ের চরম সর্বনাশ করতে পারে। যার কারণে জীবনের নিরাপত্তা চেয়ে দোষিদের আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছি। এর আগেও একাধিক বার এমন ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও পাওয়া যাই নি।
এ বিষয় জানতে চাইলে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।