খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২২) তারিখ সকাল ১০.০০ টা হতে পর্যন্ত শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মাছুম আহম্মেদ ভূঞা, পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, মমতাজ উদ্দিন, সভাপতি, মোটর মালিক সমিতি, উপবিভাগীয় প্রকৌশলী, সড়ক বিভাগ, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সময় শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা আইন শৃংখলা কমিটিতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা পরিদর্শন করে উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন।
এই সময় নিম্ববর্নিত সিদ্ধান্ত নেয়া হয়-
১. শিকারীকান্দা বাইপাস এলাকার খানাখন্দ শনিবারের মধ্যে মেরামত ও সংস্কার করা হবে।
২. শিকারীকান্দা বাইপাস এলাকার নির্মান কাজ যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা হবে।
৩. শিকারীকান্দা হতে পাটগুদাম মোড় পর্যন্ত রাস্তা সোমবারের মধ্যে মেরামত করা হবে।
৪. পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা আগামীকাল শনিবারের মধ্যে অপসারণ করা হবে।