চলমান উন্নয়ন নিয়ে খুবির ৩৩৫ কোটি টাকা ব্যয়ের পিআইসির অগ্রগতিমূলক আলোচনা সভা!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

খবর বিজ্ঞপ্তি।।
তিনশত পয়ত্রিশ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের
(প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন কমিটির( পিআইসি) এক সভা আজ ১৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিআইসি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বর্ণিত প্রকল্পের অধীন সমাপ্ত নির্মাণাধীন অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের অগ্রগতি উদ্বুদ্ধ সমস্যা ও সমাধানের প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। এবং অনলাইনেও অংশগ্রহণ অনুষ্ঠিত এ সভায় শুরুতে প্রকল্পের পরিচিত প্রকল্পের উদ্দেশ্য আর্থিক অগ্রগতি প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান। সভায় অগ্রগতি পর্যালোচনায় দেখা যায়। নতুন উপাচার্য যোগদানের পর তার গতিশীল নেতৃত্বে পরামর্শ ও গৃহীত পদক্ষেপের ফলে এক বছরের মধ্যে সকল স্তরে কাজের গতি ফিরে এসেছে। তবে এগারতলা আবাসিক ভবন নির্মাণ কাজের চুক্তির পর ও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অনাগ্রহের ফলে এ ভবনটির কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। এক্ষেত্রে নির্মাণসামগ্রী অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টিও আলোচনায় স্থান পায়। এই ভবনটি ছাড়া প্রকল্পের অন্য সব ক্ষেত্রে কাজের অগ্রগতি ফিরে আসায় এবং নতুন উপাচার্যের নেতৃত্ব ও পদক্ষেপে প্রকল্পের সবদিকে মনিটরিং জোরদার হওয়ায় প্রতিনিধিদের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অভিমত প্রদান করেন। উপাচার্য এ প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে সর্বাত্মক প্রচেষ্টা কথা উল্লেখ করেন। এবং প্রতিনিধিদলের সহায়তা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের (মাউশি) বিভাগের যুগ্মসচিব পরিকল্পনা মোহাম্মদ জহুরুল ইসলাম (পরিকল্পনা) কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ এর উপপ্রধান শিক্ষা নাজিয়া ইসলাম অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব( বাজেট -২) মোঃ তরিকুল ইসলাম খান পরিকল্পনা কমিশনের একনেক অধিশাখা উপপ্রধান নিশাত জাহান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (পঃ ও উঃ) মোঃ মাকসুদুর রহমান ভূঁইয়া পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ এর উপপ্রধান (শিক্ষা উইং) নাহিদ উল মোস্তাক শিক্ষা মন্ত্রণালয়ের মাসিউর পরিকল্পনা শাখার উপসচিব বেগম আসমা নাসরিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক ( পঃ ও উঃ) আকরাম আলী খান উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কমিটির সভাপতি প্রফেসর ড. মাহফুজ উদ- দারাইন সহকারি অধ্যাপক মাহমুদুজ্জামান প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান । অর্থ ও হিসাব বিভাগের পরিচালক( ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক( চলতি দায়িত্ব) মোঃ আবুল বাশার এবং উপাচার্যের সচিব সঞ্জয় সাহা সহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধি দলের সদস্য বৃন্দ চলমান বিভিন্ন ভৌত অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *