রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজা বালু পরিবহনের বিরুদ্ধে শনিবার বিকেলে অভিযান পরিচালিত হয়েছে।
এ অভিযানে জরিমানা আদায় করা হয়। এছাড়া ভেজা বালু পরিবহনকারীদের সতর্ক করে দেয়া হয়।
উপজেলার শিমুলতলী বাজার ও এর আশপাশের এলাকায় ভেজা বালুবাহী ট্রাককে জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাদিয়া ইসলাম সীমা।
তিনি জানান,অভিযানে ৯ টি মামলায় ৯০০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৯১ ধারায় এ জরিমানা করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।