মোঃ নাহিদ হাসান নয়ন, সদর উপজেলা সিরাজগঞ্জ প্রতিনিধি।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের রাজশাহী – রংপুর মহাসড়কের কড্ডার এলাকায় বাস ট্রামিনাল থাকলে ও নেই কোনো যাত্রী ছাওনি। এই মহাসড়ক ব্যবহার করে প্রায় ১৭ টি জেলার মানুষ চলাচল করলে ও এখানে নেই কোনো যাত্রী ছাওনি।
স্থানী বাস মাস্টারা একটা যাত্রী ছাওনি তুলে দিলে তাও ৭-৮ দিন পর ভেঙ্গে দেয় ফোরলেনের রাস্তা নির্মানাধীন প্রতিষ্ঠান মীর আক্তার হোসাইন লিমিটেড কোম্পানির উর্ধতন কর্মকর্তারা। ঝড়, বৃষ্টি, রোদ কে মেনে নিয়েই চলাচল করছে হাজার হাজার যাত্রী।
বাস মাস্টারদের সাথে কথা বলে জানা যায় তারা নিজস্ব টাকায় একটা যাত্রী ছাওনি তুলে দিলে ও তা ভেঙ্গে দেওয়া হয়।
আর মীর আক্তার হোসাইন লিমিটেড কোম্পানি এর এক কর্মকতা এর সাথে কথা বলে জানা যায় অনুমতি না নিয়ে যাত্রী ছাওনি তৈরি করায় ভেঙ্গে দিয়েছে তারা। রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রকার স্থাপনা তুলতে দেওয়া হবে না।
এদিকে যাত্রীরা রোদ, বৃষ্টি, ঝড় থেকে বাঁচতে বিকল্প কোনো সমাধান চায়।