মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর,মানিকগঞ্জ ,প্রতিনিধিঃ
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার মোড় থেকে ৫ কিলোমিটারের রাস্তার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের ২ কিলোমিটার রাস্তা গত ৫ মাস যাবত ভেঙে চুরে বেহাল অবস্থায় ফেলে রেখেছে। এতে করে রাস্তার অনেক জায়গায় ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়ে বৃষ্টির পানি জমে রাস্তাটি পরিনত হয়েছে ডোবায়।এতে তৈরি হয়েছে ব্যাপক দূর্ভোগ।
যানবাহন চলাচলের জন্য অন্যতম ব্যস্ত একটি রাস্তা এটি।এই রাস্তা দিয়েই হসপিটালের রোগী যাতায়াত সহ স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারন মানুষ যাতায়াত করে। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে হাজার হাজার লোকের চলাফেরা। কিন্তু রাস্তার এই বেহাল দশায় করুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাস্তায় গর্ত থাকার কারনে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।গাড়ি চালক রা জানান,এরকম অবস্থায় বাধ্য হয়েই গাড়ি চালাতে হচ্ছে, গর্তে গাড়ি আটকে যায় আবার মাঝে মধ্যেই গাড়ির ক্ষতিও হচ্ছে । স্থানীয়রা জানান চলাচলে সবচেয়ে বড় ভোগান্তিতে সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ এই রাস্তাটির অতি দ্রুত কাজ শেষ করার জন্য যথাযথ কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী সহ এই রাস্তায় চলাচলকারী সবাই।।